রাজশাহীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীর বাগমারায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 01:13 PM
Updated : 22 April 2020, 01:13 PM

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার আউচাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের তার বাড়িতে মারা যান ৫৫ বয়সী এ কৃষক ।

বাগমারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী বলেন, তিনদিন ধরে জ্বর, কাশি, পাতলা পায়খানা ও শ্বাসকষ্টে ভুগছিলেন সেই ব্যক্তি।

“বাড়ি থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন-বুধবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।”

ডায়রিয়াজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

তবে “করোনাভাইরাসের লক্ষণ জ্বর, কাশি, পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট থাকায় স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠিয়েছে। পরে স্বাস্থ্য বিধি মেনে তার দাফন করা হয়।”

ডা. রাব্বানী বলেন, নমুনা পরীক্ষা ফলাফল না পাওয়া পর্যন্ত মৃতের বাড়ি ‘লকডাউন’ করা হয়েছে।

ওই বাড়ি থেকে কেউ বের না হয় এবং ওই বাড়িতে যেন কেউ না যায় সে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।