সুনামগঞ্জে উপসর্গ নিয়ে গ্রাম পুলিশ যুবকের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবক মারা গেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 12:52 PM
Updated : 22 April 2020, 12:52 PM

বুধবার জগন্নাথপুর উপজেলা থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান জগন্নাথপুর থানার ওসি ইখতেয়ার উদ্দিন চৌধুরী।

মারা যাওয়া যুবক (৩৫) গ্রাম পুলিশ হিসেবে কাজ করতেন এবং তার বাড়ি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

ওসি ইখতেয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রাম পুলিশে কাজ করা যুবক কয়েক দিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন । বুধবার তার স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট শহীদ শামসুদ্দিন

“হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্সে করে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, যেহেতু যুবক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গিয়েছেন তাই স্বাস্থ্যবিধি মেনেই তার জানাজা অনুষ্ঠিত হবে।

“আমরা ওই যুবকের সংস্পর্শে আসা স্বজন, চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালককে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছি।

“তার বাড়ির আশেপাশের কয়েকটি বাড়িও লকডাউন করেছি।”

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, “মারা যাওয়া যুবকের নমুনা সংগ্রহ করেছি। রিপোর্ট আসলে বুঝা যাবে সে করোনা আক্রান্ত ছিল কিনা।