কোভিড-১৯: দোহারে আরও একজন শনাক্ত

ঢাকার দোহার উপজেলায় আরও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দুইজনে দাঁড়াল।

দোহার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 09:55 AM
Updated : 22 April 2020, 01:13 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার রিবা জানান, বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন মেইলে ওই ব্যক্তির করোনাভাইরাস পজেটিভ হওয়ার খবর জানান।

আক্রান্ত ব্যক্তির বাড়ি রংপুর জেলায়। তিনি ঢাকায় কাজ করেন এবং তার স্ত্রী দোহারের একটি বিড়ি কারাখানার শ্রমিক। সম্প্রতি তিনি ঢাকা থেকে দোহারে যান বলে জানা গেছে।

ইউএনও বলেন, “দোহারে আসার পর ওই ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষায় তার করোনাভাইরাসে সংক্রমণ হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হই।”

নতুন একজন আক্রান্তের মধ্য দিয়ে এ উপজেলায় কোভিড-১৯ রোগী সংখ্যা দুইজন হল জানিয়ে ইউএনও বলেন, নতুন আক্রান্ত ব্যক্তির সম্পৃক্ততা ও যাতায়াতের সূত্র ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দোহারে মঙ্গলবার প্রথম ৪২ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।