করোনাভাইরাস: শরীয়তপুরে আরও তিনজন আক্রান্ত

শরীয়তপুরে নমুনা পরীক্ষায় আরও তিনজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 08:31 AM
Updated : 22 April 2020, 08:31 AM

ওই তিনজনের রিপোর্টের বরাতে শরীয়তপুরের সিভিল সার্জন এস এম আবদুল্লাহ আল মুরাদ বুধবার সকালে এ তথ্য জানান।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১জনে দাঁড়াল, যার মধ্যে মারা গেছেন একজন।

নতুন আক্রান্তদের মধ্যে ডামুড্যা উপজেলায় দুইজন ও নড়িয়া উপজেলায় একজন রয়েছেন জানিয়ে সিভিল সার্জন বলেন, “শনাক্তদের প্রত্যেককে ‘হোম আইসোলেশনে’ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।”

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তফা খোকন বলেন, “এ উপজেলায় আক্রান্তদের দুইজন বিশাকুড়ি গ্রামের। তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।”

আর নড়িয়া উপজেলার আক্রান্ত একজন রাজনগর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম রাজিব জানান। তাকেও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।