কোভিড-১৯: পটুয়াখালীতে নতুন আক্রান্ত ৮ জন

পটুয়াখালীতে নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট দশজন এ রোগে আক্রান্ত হল।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 01:50 PM
Updated : 21 April 2020, 01:51 PM

মঙ্গলবার আইইডিসিআর ব্রিফিং এর তথ্য পাওয়ার পর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিভিল সার্জন বলেন, “কোভিড-১৯ টেস্টের জন্য জেলায় এখন পর্যন্ত ২৮২ জনের নমুনা পাঠানো হয়েছে, যার মধ্যে ১৫৬টি নমুনার ফলাফল এসেছে। জেলায় ১০ জনের করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ এসেছে। এদের মধ্যে রাঙ্গাঁবালী উপজেলায় চারজন, দশমিনায় তিনজন, দুমকী উপজেলায় দুইজন ও সদর উপজেলায় একজন রয়েছেন।”

নতুন রোগী শনাক্তের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এবং কোভিড-১৯ আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছে তাদের শনাক্তে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। 

চিকিৎসার প্রস্তুতি প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, “করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যা আইসোলেশেন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ইউনিট খোলা হয়েছে। চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন ৬৪ জন চিকিৎসক ও ৭৭ জন সেবিকা।

সংশ্লিষ্টদের জন্য হাসপাতালে জরুরি ওষুধ, পিপিই ও সার্জিক্যাল মাস্কের কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন জাহাঙ্গীর আলম।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে গত ৯ এপ্রিল দুমকিতে ৩২ বছর বয়সী একজন মারা যান। পরে তার বোনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।