রংপুরে ত্রাণের দাবিতে বিক্ষোভ

রংপুরে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্নআয়ের লোকজন ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 01:25 PM
Updated : 21 April 2020, 01:25 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর স্টেশন এলাকায় আকাশ সিনেমা হলের সামনে এ বিক্ষোভে শত শত নারী-পুরুষ অংশ নেয়। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

জেলা প্রশাসক আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের কারণে রংপুর জেলায় যে সকল মানুষ কর্মহীন হয়েছে পড়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল কবির বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আমরা অবরোধকারীদের বলেছি, আপনারা একটি নামের লিস্ট দেন আমরা নাম-ঠিকানা যাচাই-বাচাই করে আপনাদের ব্যবস্থা করে দিব। তারা আমাদের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয়।”