ফেনীতে জ্বর-শ্বাসকষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

ফেনীর দাগনভূঞা উপজেলায় জ্বর, কাশি ও শ্বাসকষ্টে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 12:28 PM
Updated : 21 April 2020, 12:28 PM

মঙ্গলবার ভোরে জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাড়িতে ৬৮ বছর বয়সী এই বৃদ্ধের মৃত্যু হয় বলে দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান।

তিনি সোনাপুর গ্রামের নিজ বাড়ির মাসজিদের মুয়াজ্জিন ছিলেন।

ইউএনও রবিউল হাসান জানান, মারা যাওয়া ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার জন্য সকালে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

তাকে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হবে বলে জানান ইউএনও।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোবায়েত করিম বলেন, মৃত ব্যক্তি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের অন্য সদস্যের কথা বিবেচনা করে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।