ময়মনসিংহে ‘সরকারি’ চাল উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে দুই ব্যবসায়ীর ঘর থেকে ৪৬শ কেজি চাল উদ্ধার করা হয়েছে, যেগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বলছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 11:24 AM
Updated : 21 April 2020, 11:24 AM

সোমবার রাতের এ অভিযান চলাকালে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে; আরেকজন পলাতক রয়েছেন।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, ভুটিকোনা বাজারের মতি মার্কেটে চাল ব্যবসায়ী ফজলু মুন্সীর ঘর থেকে ৫০ কেজির ৬৭ বস্তা ও আজহারুল ইসলামের ঘর থেকে ৫০ কেজির ২৫ বস্তা চাল উদ্ধার করা হয়।

ওসি বোরহান উদ্দিন বলেন, ২৫ বস্তা চাল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের পর আজহারুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

“এছাড়া ৬৭ বস্তা উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় ফজলু মুন্সীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ওসি জানান, আটক চালগুলো হত দরিদ্রদেরর মাঝে বিতরণের জন্য সরকারের ১০ টাকা দামের চাল।