চুয়াডাঙ্গায় ঢাকাফেরত বৃদ্ধ আক্রান্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় আরেকজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে; যিনি সম্প্রতি ঢাকায় গিয়েছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 05:27 AM
Updated : 21 April 2020, 05:27 AM

জেলার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, ৬৫ বছর বয়সী এই ব্যক্তি সম্প্রতি কিডনির চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। সেখানে সন্দেহ হলে চিকিৎসকরা তার পরীক্ষার উদ্যোগ নেন।

“সোমবার এই পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছ। তার পজিটিভ এসেছে।”

সদর উপজেলার বেগমপুর গ্রামের এই ব্যক্তিকে মঙ্গলবার সরকারি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বেগমপুর গ্রামে ওই ব্যক্তির বাড়িসহ প্রতিবেশীদের সব বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। সেখানে পুলিশও মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শামীম কবির।

তিনি বলেন, এই বৃদ্ধসহ এ জেলায় মোট দুইজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

প্রথম ব্যক্তি ছিলেন ইতালিফেরত। গত ১২ মার্চ ইতালি থেকে আসার পর তার কোভিড-১৯ ধরা পড়ে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে তিনি সুস্থ হয়ে ফিরে যান।