হবিগঞ্জে চিকিৎসক ও নার্সসহ একদিনে ১০ জন শনাক্ত

হবিগঞ্জে একদিনে চিকিৎসক ও নার্সসহ ১০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে;  এ নিয়ে জেলায় রোগী বেড়ে হল ১১ জন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 10:37 PM
Updated : 20 April 2020, 10:37 PM

সোমবার রাত ১০টার দিকে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান জানান, সিলেটের ল্যাবে এই শনাক্তদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

যাদের মধ্যে লাখাই ও বানিয়াচং উপজেলার তিনজন করে, আজমিরীগঞ্জ উপজেলায় দুইজন এবং বাহুবল ও চুনারুঘাট উপজেলার একজন।

তবে তাদের দুইজন ধান কাটতে কুমিল্লা থেকে আসা ব্যক্তি। এছাড়া বাকি আটজন সম্প্রতি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফেরেন বলে জানান তিনি।

এদিকে, আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এলাকায় সংক্রামণের ঝুঁকি থাকায় প্রতিটি এলাকা লকডাউন করে ২৪ ঘণ্টার জন্য পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান সিভিল সার্জন।

এর আগে ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়।