বগুড়ায় কোভিড-১৯ পরীক্ষা শুরু

চারটি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে বগুড়ায় কোভিড-১৯ শনাক্ত করার কাজ শুরু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 07:32 PM
Updated : 20 April 2020, 07:32 PM

সোমবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবাইওলোজি বিভাগে এই পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাবের উদ্বোধন করা হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউর আলম জুয়েল জানান, বগুড়ার এই ল্যাব থেকে প্রতিদিন ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এখানে নমুনা পরীক্ষার পর তার প্রতিবেদন পাঠানো হবে আইইডিসিআরে। সেখান থেকে রিপোর্ট প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় ওষুধ সংরক্ষাণাগার থেকে নমুনা পরীক্ষার জন্য এক হাজার আটটি কিট, ৫শ’ পিপিই ও মাস্ক পাওয়া গেছে। পর্যায়ক্রমে এই প্রয়োজনীয় কিট, পিপিই ও মাস্ক পাওয়া যাবে। 

অধ্যাপক জুয়েল বলেন, সাত জন ডাক্তারের একটি টিম ১১ জন টেকনোরজিস্ট নিয়ে কার্যক্রম শুরু করেছে। তাদের সহযোগিতার জন্য ঢাকা থেকে দুই জন টেকনিক্যাল এক্সপার্ট এসেছেন। মাইক্রোবাইওলোজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মহসিন আলম ল্যাবটি পরিচালনার দায়িত্বে থাকবেন।

সোমবার সকালে ল্যাবের উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, হাসপাতারের পরিচালক এএসএসএম খালেক ভুইয়া, অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা প্রমুখ।