কোভিড-১৯: জামালপুরের পোশাক কর্মীর মৃত্যু

জামালপুরের করোনাভাইরাস আক্রান্ত এক গার্মেন্টস কর্মী ময়মনসিংহে মারা গেছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 07:17 PM
Updated : 3 May 2020, 11:28 AM

সোমবার রাত সাড়ের ১১টার দিকে ময়মনসিংহের এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জেলার দেওয়ানগঞ্জের চরভবসুর ঠুটাপাড়ার ৪০ বছর বয়সী এ ব্যক্তি ঢাকার উত্তর বাড্ডার এক করখানায় কাজ করতেন।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, গত ১০ এপ্রিল গ্রামের বাড়িতে ফেরেন তিনি। ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

১৫ এপ্রিল তার নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস শনাক্ত হয়। ১৬ এপ্রিল তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশন ইউনিটে নেওয়া হয়।

“তার অবস্থার অবনতি হলে ১৭ এপ্রিল তাকে ময়মনসিংহ এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে ১১ টায় মারা গেছে।”

ডেপুটি সিভিল সার্জন জানান, রাতেই তার পরিবারকে জানানো হয়েছে। পরিবার লাশ না আনলে এস কে হাসপাতালের তত্ত্বাবধানে ময়মনসিংহে তার দাফনের ব্যবস্থা হবে।