জামালপুরে ১৯ হাজার কেজি সরকারি চাল উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৯ হাজার ৪০০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 01:59 PM
Updated : 20 April 2020, 01:59 PM

উপজেলা গুঠাইল বাজারের তিনটি গুদাম থেকে সোমবার দুপুরে চালগুলো উদ্ধার করা হয়।

ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “গুঠাইল বাজারে চাল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের মালিকাধীন একটি গুদাম থেকে প্রথমে নয় হাজার ২৫০ কেজি চাল উদ্ধার করা হয়। এরপর একই বাজারের নন্দু মিয়ার গুদাম থেকে চার হাজার ৯৫০ কেজি ও শাহ আলীর গুদাম থেকে আরও পাঁচ হাজার ২০০ কেজি চাল উদ্ধার করা হয়।”

মোয়াজ্জেম চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে ও মোশারফ একই গ্রামের বাকু মিয়ার ছেলে এবং নন্দু মিয়া চিনাডুলির বাবুর ও শাহ আলী বেলগাছার আহালুর ছেলে।

ইউএও বলেন, উদ্ধার করা এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচিসহ সরকারের বিভিন্ন কর্মসূচির। চালগুলো ইসলামপুর থানায় রাখা হয়েছে। আর অভিযানের আগেই গুদাম মালিকরা পালিয়ে গেছে।