নাটোরে জ্বর ও শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, লকডাউনে ১০ বাড়ি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জ্বর ও শ্বসকষ্টে এক ভ্যান চালকের মৃত্যুর পর এলাকার দশটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 01:19 PM
Updated : 20 April 2020, 01:19 PM

রোববার মধ্যরাতে উপজেলার নওশেরা মহল্লায় নিজ বাড়িতে ৩৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয় বলে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল জানান।

ইউএনও প্রিয়াংকা দেবী মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল। রোববার মধ্যরাতে বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

“সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাড়ি গিয়ে তার এবং পরিবারের আরও তিনজনের নমুনা সংগ্রহ করেন; পরে রাজশাহীতে পাঠানো হয়েছে।”

ইউএনও আরও বলেন, যেহেতু নিহতের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল তাই সতর্কতা হিসেবে তার বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। নমুনার ফলাফল জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা জানান, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।