গোপালগঞ্জে আট দোকানিকে ৫ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে নিষেধজ্ঞা অমান্য করে দোকান খোলায় আটজনকে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 06:22 AM
Updated : 20 April 2020, 06:22 AM

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু জানান, সোমবার সকাল ৮টার দিকে তারা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া অত্যন্ত ছোঁয়াচে কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার সবাইকে পরস্পর থেকে দূরে থাকতে বলেছে।

এজন্য সরকার প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সব দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু সবাই তা মানছে না। ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

সালাহউদ্দিন দিপু বলেন, নির্দেশনা অমান্য করে তারা রড, সিমেন্ট, টিন, কাপড়, ক্রোকারিজ ও মিষ্টির দোকান খোলা রেখেছিলেন। এজন্য আট দোকানিকে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা শহরের মেসার্স সৌরভ ট্রেডার্সকে এক লাখ, ভুঁইয়া ট্রেডার্সকে এক লাখ, মেসার্স ফরিদ আহমেদকে এক লাখ, সরদার ইন্টারপ্রইজকে ৫০ হাজার, মা ক্লোথ স্টোরকে ৫০ হাজার, বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩০ হাজার, জলিল ক্রেকারিজকে ৩০ হাজার ও নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সালাহউদ্দিন দিপু।