বরিশালে এবার নারী ইন্টার্ন চিকিৎসক আক্রান্ত

এবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসকসহ দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল মেডিকেলের চারজন ইন্টার্ন চিকিৎসক কোভিড ১৯ এ আক্রান্ত হলেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 08:52 PM
Updated : 19 April 2020, 08:52 PM

সব মিলিয়ে বরিশাল জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ জন; এরমধ্যে চিকিৎসকই সাতজন।

রোববার রাতে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভুষন দাস জানান, শের-ই বাংলা মেডিকেল কলেজের হাবিবুর রহমান ছাত্রাবাসের এক ছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয় শুক্রবার। এরপর শনি ও রোববার দুই দফায় প্রায় ৩০জন ইন্টার্ন চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয়।

প্রথম দিনে দুইজন পুরুষ এবং দ্বিতীয় দিনে এক নারী ইন্টার্ন চিকিৎসকের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এছাড়া রোববারের পরীক্ষায় বরিশাল সদরের এক ব্যক্তিরও করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি তাদের বাড়ির আশেপাশের এলাকাও লকডাউন করা হয়েছে বলে জানান বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।