মাগুরায় চুরির অপবাদে শিশুকে নির্যাতন, যুবক গ্রেপ্তার

‘টাকা চুরির অপবাদে’ মাগুরায় এক শিশুকে পিটিয়ে জখম করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 07:12 PM
Updated : 19 April 2020, 07:12 PM

রোববার সদর উপজেলার বিল আকছি গ্রামে ৮ বছরের শিশুটিকে মারধর করা হয়; রাতে পুলিশ রকিবুল সর্দারকে (৩০) গ্রেপ্তার করে।  

রকিবুল সর্দার একই গ্রামের রফি উদ্দিন সর্দারের ছেলে।

শিশুটির বাবার উদ্ধৃতি দিয়ে স্থানীয় জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, রোববার তার মাদ্রাসা পড়ুয়া ছেলে প্রতিবেশী রফি উদ্দিন সর্দারের বাড়ির সামনে আমের গুটি কুড়াতে যায়।

“এ সময় রফি উদ্দিনের ছেলে রকিবুল তার হারিয়ে যাওয়া একশ টাকা চুরির অপবাদ দিয়ে শিশুটিকে ঘরের ভেতর ধরে নিয়ে লোহার পাইপ দিয়ে পেটাতে থাকেন।”

চেয়ারম্যান রফিকুল বলেন, তার চিৎকারে পরিবারের লোকজন গিয়ে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। এ সময় তাদের হুমকি দিয়ে বিষয়টি কাউকে না জানাতে সতর্ক করে দেন রকিবুল।

“পরে ছেলেটির বাবা ঘটনাটি আমাকে জানালে আমি গিয়ে তার শরীরে নির্মম নির্যাতনের দাগ দেখে সদর থানায় মৌখিক অভিযোগ করি,” বলেন চেয়ারম্যান রফিকুল।

সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, ইউপি চেয়ারম্যান ও নির্যাতিত শিশুটির পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন।

“রাত সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে বিল আকছি গ্রামের নিজ বাড়ি থেকে রকিবুলকে আটক করি। এ বিষয়ে মামলাসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”