‘আধিপত্যের দ্বন্দ্বে প্রতিপক্ষকে মারধর’, মামলায় আসামি ৬

এলাকায় ‘আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে’ ঝিনাইদহে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 06:03 PM
Updated : 19 April 2020, 06:03 PM

এক সপ্তাহ আগের এ ঘটনায় মামলার পর পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করলেও পরে তারা আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছেন।

শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামে গত ১৩ এপ্রিল স্থানীয় শাহিদুর রহমানের (৩২) উপর হামলা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার আসামিরা হলেন বিজুলিয়া গ্রামের বাচ্চু মোল্লা, সুজন মোল্লা, সুমন মোল্লা, রাজন মোল্লা, সাহেব আলি ও ফরিদ মুন্সি।

শাহিদুর রহমান থানায় লিখিত অভিযোগে বলেন, ১৩ এপ্রিল গ্রামের পাশের কুমার নদীতে গোসল করে বাড়ি ফিরছিলেন শাহিদুর। বাচ্চু মোল্লার বাড়ির সামনে পৌঁছলে সুজন মোল্লা তাকে ডাক দেন। তাদের উঠানে গেল সুজন অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন।

“আমি গালাগাল দিতে নিষেধ করলে বাচ্চু মোল্লার হুকুমে আসামি সুজন মোল্লা, সুমন মোল্লা, রাজন মোল্লা, সাহেব আলি ও ফরিদ মুন্সি লাঠি ও রড দিয়ে আমাকে পিটাতে থাকেন। আমার চিৎকারে আশপাশের কয়েকজন এসে আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।”

এরপর আসামিরা ফের তার বাড়ি গিয়ে প্রাণ নাশের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করেন শাহিদুর।

শাহিদুর জানান, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন এবং শৈলকুপায় থানায় অভিযোগ করেন তিনি।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান বলেন, শাহিদুর রহমান ছয় জনকে আসামি করে ১৬ এপ্রিল থানায় মামলা করেছেন। এরপর পুলিশ এজাহারভুক্ত ওই ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান দেয়।

“পরে তারা সবাই আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে বের হয়ে আসেন।”

মামলার প্রধান আসামি বাচ্চু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজনৈতিকভাবে তাকে হেনস্থা করার জন্য এ মামলা করা হয়েছে। তারা সবাই আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছেন।

বাদীকে হুমকি দেওয়ার কথাও তিনি অস্বীকার করেছেন।