পিরোজপুরে কোভিড-১৯ উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

পিরোজপুরে এক যুবক কোভিড-১৯ উপসর্গ জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার আক্রান্ত হয়ে মারা গেছেন।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 04:41 PM
Updated : 19 April 2020, 07:02 PM

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার এ রোবাবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ বছর বয়সী এ যুবক মারা যান বলে জানান মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী হাসান।

মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা গ্রামে তার বাড়ি।

আলী হাসান জানান, মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা গ্রামের ওই যুবক অসুস্থ হয়ে শনিবার বিকাল ৪টার দিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শরীরের অবস্থা খারাপ দেখে দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রোববার আইসোলেশন ইউনিটে ভর্তি অবস্থায় তিনি মারা যান।

তার ‘নমুনা সংগ্রহ করা হয়েছে তবে ফলাফল আসেনি।’

এ ব্যাপারে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, বিশেষ পুলিশি পাহারায় তার গ্রামে জানাজা শেষে  করোনাভাইরাসের আক্রান্তদের দাফনের নিয়মানুসারে মৃত যুবকের লাশ দাফন করা হয়েছে বলে জানান তিনি।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহামম্মদ সাজ্জাদ হোসেন জানান, মৃত ব্যক্তির নমুনা বরিশাল মেডিকেলে পরীক্ষা করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামের দুইটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।