সিরাজগঞ্জে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত

সিরাজগঞ্জে প্রথমবারের মতো কোনো কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে; যিনি নারায়ণগঞ্জ ফেরত এক প্রবীণ ব্যক্তি।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 04:25 PM
Updated : 19 April 2020, 04:25 PM

রোববার রাতে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধসহ বেশ কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে।

“এরমধ্যে ওই প্রবীণের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং অন্য সব রিপোর্ট নেগেটিভ এসছে।”

জেলায় প্রথম কোভিড-১৯ রোগী এই প্রবীণ বলে জানান তিনি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তার বাড়ি।

বেলকুচি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার  মো. রহমতুল্লাহ জানান, প্রায় ১০ দিন আগে ওই বৃদ্ধ করোনাভাইরাসে উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে তার বাড়ি ফেরেন।

“তবে করোনাভাইরাসের লক্ষণ থাকায় প্রতিবেশীদের চাপে বাড়ির লোকজন তাকে তাড়িয়ে দেয়।”

পরে ওই বৃদ্ধ বেলকুচির গোপরেখী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন উল্লেখ করে তিনি জানান, অসুস্থ থাকায় প্রথমে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

“কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।”

পরে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম গোপরেখীর ওই বাড়িতে তাকে কোয়ারেন্টিনে রাখে এবং নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।”