‘তর্কাতর্কির মধ্যে’ বিএসএফের গুলি, সংকটাপন্ন কিশোর

সীমান্তে নিজিদের মাঠে কাজ করার সময় ‘বিএসএফ বাধা দিলে তর্কাতর্কির’ এক পর্যায়ে তারা এক বাংলাদেশি কিশোরকে গুলি করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 03:02 PM
Updated : 19 April 2020, 04:27 PM

সদর উপজেলার শিংরোড-প্রধানপাড়া সীমান্তে রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে বিজিবির নীলফামারী ৬৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুল হক জানান।

গুরুতর আহত শিমন রায়কে (১৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এই কিশোর চাকলাহাট ইউনিয়নের সীমান্ত সংলগ্ন শিংরোড-প্রধানপাড়া গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তোয়ায়েল আহমেদ জানান, গুলিবিদ্ধ ছেলেটির কোমরের ডানদিকে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত কিশোরের বাবা পরেশ চন্দ্র রায় বলেন, বিকালে তিনি তার ছেলে ও স্বজনরা নিজেদের পাটক্ষেতে জালের বেড়া দিচ্ছিলেন। এ সময় ভারতীয় সাকাতি বিএসএফ ফাঁড়ির সদস্যরা এসে বেড়া দিতে নিষেধ করেন।

“এ নিয়ে তর্ক বেধে গেলে এক বিএসএফ সদস্য শিমনকে খুব কাছে থেকে গুলি করেন। গুলি পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। এতে তার ভুড়ি বেরিয়ে গেছে।”

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান পরেশ।

পরেশে জানান, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, লোকজন একত্র হয়ে লাঠিসোটা নিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে। এ ঘটনায় সীমান্ত সংলগ্ন গ্রামের লোকজনদের মধ্যে ভীতি কাজ করছে।

বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুল হক বলেন, এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহবান জানানোর প্রক্রিয়া চলছে। পতাকা বৈঠকের পর প্রকৃত তথ্য জানা যাবে।