বরিশালে করোনাভাইরাস ইউনিটে একদিনে দুই জনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে এক দিনে দুই জনের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 02:55 PM
Updated : 19 April 2020, 02:55 PM

রোববার সন্ধ্যায় শের-ই বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডা. বাকির হোসেন এ কথা জানান।

তবে তিনি আরো জানান, মৃতরা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে গত শনিবার তাদের নমুনা সংগ্রহ করে শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদের একজনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে এবং অপরজনের পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়।

তিনি জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা ২৫ বছরের এক যুবক শুক্রবার ১৭ এপ্রিল রাত ৯টার দিকে হাসপাতালের সার্জারি-৩ ইউনিটে ভর্তি হন।

“তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি থাকলেও তিনি তা গোপন করেন। রাত ১০টার দিকে বিষয়টি টের পেয়ে তাকে করোনাভাইরাস ইউনিটে পাঠানো হয়। রোববার বিকাল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়েছে।”

এছাড়া, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে ১৮ এপ্রিল শনিবার রাত পৌনে ১০টার দিকে করোনাভাইরাস ইউনিটে ভর্তি হন ৩২ বছর বয়সী এক যুবক। তার বাড়ি পিরোজপুরে জেলার মঠবাড়িয়া এলাকায়। রোববার সকাল পৌনে ৮টায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।