রংপুর শিশু হাসপাতালে হবে কোভিড-১৯ রোগীর চিকিৎসা

রংপুরে নবনির্মিত শিশু হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করার পর উদ্বোধন করা হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 09:02 AM
Updated : 19 April 2020, 09:02 AM

রংপুর সদর হাসপাতাল সংলগ্ন এই শিশু হাসপাতালটি উদ্বোধনের অপেক্ষায় ছিল। এরই মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়ে অত্যন্ত চোঁয়াচে কোভিড-১৯।

এই রোগে আক্রান্তদের অন্য রোগীদের সঙ্গে রাখা যায় না। তাই কোভিড-১৯ রোগীদের জন্য সারাদেশে আলাদা হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে।

রোববার বেলা ১১টার দিকে বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম হাসপাতালটি উদ্বোধন করেন।

রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, এই হাসপাতালে রংপুর বিভাগের আট জেলার কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালে ১০টি আইসিইউ এবং ১০টি ভেন্টিলেটর সুবিধা রয়েছে। এখানে ১১ জন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী মিলে ৬৪ জন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। হাসপাতালে গ্রিন ও রেড জোনসহ পৃথক জোন রাখা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ একেএম নুরন্নবী লাইজু, রংপর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন।