দিনাজপুরে কোভিড-১৯ শনাক্ত বেড়ে ১০ জন

দিনাজপুরে একদিনে সাতজনের শরীরে কোভিট-১৯ পজিটিভ পাওয়ার পর আরো তিনজন শনাক্ত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2020, 12:31 PM
Updated : 18 April 2020, 02:44 PM

শনিবার বিকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, শনিবার ঘোড়াঘাট উপজেলায় একজন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার পার্বতীপুরের একজন, শুক্রবার বোচাগঞ্জের এক নারীর নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়।

১৪ এপ্রিল দিনাজপুরে প্রথম সাতজনের শরীরে কোভিট-১৯ পজিটিভ পাওয়া যায়। যাদের মধ্যে সদরে তিনজন, নবাবগঞ্জ উপজেলায় তিন জন এবং ফুলবাড়ী উপজেলায় একজন রয়েছে।

আক্রান্তদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ, দুইজন ঢাকা এবং একজন গাজীপুর থেকে দিনাজপুরে সম্প্রতি আসেন। এছাড়া একজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।  

সিভিল সার্জন জানান, আক্রান্তরা ‘সবাই সুস্থ্ রয়েছেন’ এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

“কেউ অসুস্থ্ হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনাইউনিটে আনা হবে।”

দিনাজপুরে এ পর্যন্ত ২০৭ জনের নমুনা রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এরমধ্যে ১৪৮ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ১০ জনের এ রোগ শনাক্ত হয়েছে।