ফেইসবুকে ‘ধর্ম নিয়ে কটূক্তি’, ছাত্র আটক

পঞ্চগড়ে ফেইসবুকে ‘ধর্ম নিয়ে কটূক্তি’র জেরে এক ছাত্রকে পুলিশ আটক করেছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2020, 12:06 PM
Updated : 18 April 2020, 12:06 PM
শনিবার সকালে শহরের মিঠাপুকুর মহল্লার বাসা থেকে তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, নিষেধাজ্ঞা না মেনে কেউ কেউ মসজিদে নামাজ আদায় করছেন এমন কথা লিখে নিজের ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন এই ছাত্র। পরে বিভিন্ন কমেন্টের জবাব দিতে গিয়ে তর্কে জাড়িয়ে কটূক্তি করেন তিনি।
“তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে কারাগারে পাঠানো হবে।”
আটক ছাত্র রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্থানীয়রা জানায়।
আটক ছাত্রের কলেজশিক্ষক বাবা বলেন, তার ছেলের এক ফেইসবুক বন্ধু তাকে চাল চোরদের নিয়ে ক্ষ্যাপালে সে উত্তেজিত হয়ে ভুলবশত এসব লেখে।
“তার একটু মানসিক সমস্যাও আছে।”
আটক ছাত্রের মূল পোস্টে চাল চোর নিয়ে সমালোচকরা কেন নির্দেশ অমান্য করে মসজিদে যাচ্ছে যারা, তাদের সমালোচনা করছেন না এমন কথা লেখা রয়েছে বলে তার বাবার ভাষ্য।
বর্তমানে তার ফেইসবুক আইডি ডিএ্যাকটিভ রয়েছে।