পিরোজপুরে জঙ্গল থেকে ভবঘুরেকে আইসোলেশনে

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জঙ্গলে পড়ে থাকা এক ভবঘুরে যুবককে উদ্ধার করে আইসোলেশনে পাঠানো হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2020, 10:40 AM
Updated : 18 April 2020, 11:07 AM

শনিবার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী এলাকায় পাওয়া এই যুবকের পরিচয় মেলেনি বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল জানান।

চেয়ারম্যান গোলাম সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ইউনিয়নের লাহুরী এলাকায় একটি জঙ্গলের পাশে একজন যুবক পড়ে আছে এবং তার করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা গেছে বলে স্থানীয়রা তাকে জানান।

তখন তিনি বিষয়টি ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ ও থানার ওসি হাবিবুর রহমানকে অবহিত করেন বলে জানান।

গোলাম সরোয়ার বলেন, খবর পাওয়ার পর ইউএনও নিজে থানার ওসি ও কয়েকজন স্বাস্থ্যকর্মী নিয়ে ওই যুবককে দেখতে যান এবং নিজের গাড়িতে করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

এ সময় যুবকের কাছে তার নাম ঠিকানা জানতে চাইতে তিনি কিছুই বলতে পারেননি বলে গোলাম সরোয়ার জানান।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, “ভবঘুরে যুবক জঙ্গলে পড়ে থাকার খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। যুবক তার নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। তার করোনাভাইরাসের কিছু লক্ষণ রয়েছে। তাই তার নমুনা সংগ্রহ করে তাকে ইন্দুরকানী হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।”

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিজাম উদ্দিনকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।