ফরিদপুরে বাবার পরে মেয়ে আক্রান্ত

ফরিদপুরে আরও দুইজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন; যাদের মধ্যে এক তরুণীর বাবাও এর আগে আক্রান্ত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2020, 07:49 AM
Updated : 18 April 2020, 07:49 AM

নতুন করে আক্রান্ত দুইজন হলেন জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের এক তরুণী ও বোয়ালমারী উপজেলার চন্দনী এলাকার ৪৭ বছর বয়সী এক ব্যক্তি।

তারা আক্রান্ত হওয়ার প্রতিবেদন শুক্রবার রাতে হাতে পেয়েছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান।

সিভিল সার্জন বলেন, ওই দুইজনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তারা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। শুক্রবার রাতে তাদের প্রতিবেদন পেয়েছেন।

“প্রতিবেদনে এই দুইজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।”

ওই তরুণীর বাবার কোভিড-১৯ ধরা পড়ে গত ১৩ এপ্রিল। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আর মেয়েকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১২৪ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৮৩ জনের প্রতিবেদন পাওয়া গেছে; যাদের মধ্যে চারজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।