রাজশাহী মেডিকেলে কলেজছাত্রের মৃত্যু, নমুনা সংগ্রহ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2020, 06:50 AM
Updated : 18 April 2020, 06:50 AM

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যাওয়া ওই তরুণের (১৯) বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে। সে স্থানীয় এক কলেজের এইচএসসির ছাত্র ছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হসপাতালেল উপ-পরিচালক সাইফুল ফেরদৌস শনিবার সকালে এ তথ্য জানান।

মাধনগর ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম সঞ্জয় বলেন, ছেলেটি গত ৫-৬ দিন থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিল। এ অবস্থায় বৃহস্পতিবার তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে শুক্রবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাজশাহী মেডিকেলের করোনাভাইরাস নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ বলেন, “ছেলেটিকে করোনাভাইরাস ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শরীরে পক্স ছিল। সকালে তার মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এ চিকিৎসক।