নোয়াখালীতে নারায়ণগঞ্জ ফেরত তরুণ আক্রান্ত

নারায়ণগঞ্জ থেকে নোয়াখালীতে বাড়ি ফেরা এক তরুণের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 11:54 PM
Updated : 17 April 2020, 11:54 PM

শনিবার পর্যবেক্ষণ শেষে তাকে আইসোলেশনে নেওয়া হতে পারে। আগের রাতে তার কোভিড-১৯ রোগ ধরা পড়ার খবর আসে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

২০ বছর বয়সী আক্রান্ত  তরুণের বাড়ি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের চাঁনপুরশাহা গ্রামে।

এ নিয়ে জেলায় মোট চারজনের এ রোগ শনাক্ত হল এবং কোভিড-১৯ আক্রান্ত দুইজন মারা গেছে।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, ওই তরুণ নারায়ণগঞ্জে এক প্রতিষ্ঠানে চাকরি করেন। এক সপ্তাহ আগে বাড়ি ফেরার পর ১৪ এপ্রিল করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়।

“শুক্রবার রাতে হাতে পাওয়া রিপোর্টে তার করোনাভাইরাস পজেটিভ উল্লেখ করা হয়েছে।”

আপাতত তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, শনিবার পর্যবেক্ষণ শেষে তাকে আইসোলেশনে নেওয়া হতে পারে।