মন্ত্রীর গানম্যানের গুলিতে নিহতের পেছনে ‘পরকীয়া’, সন্দেহ পুলিশের

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত হওয়ার পেছনে ‘পরকীয়া প্রেমের’ ঘটনা রয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 09:18 AM
Updated : 17 April 2020, 10:30 AM

বৃহস্পতিবার রাতে জেলার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমারের গুলিতে মো. শহিদ নামে কে ব্যক্তি নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন শহিদের বন্ধু মহিম উদ্দিন।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, “মন্ত্রীর গানম্যান এএসআই কিশোর ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদন ধরে দাম্পত্য কলহ চলছে। কিশোরের সন্দেহ তার স্ত্রীর সঙ্গে মহিম উদ্দিনের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে, যা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। কিশোর ও মহিমের মধ্যে বন্ধুত্ব রয়েছে।

প্রতীকী ছবি

“বৃহস্পতিবার রাতে কিশোর আড্ডা দেওয়ার জন্য মহিমকে ফোন করেন। মহিম তার বন্ধু শহিদকে নিয়ে কুতুবদিয়া গ্রামের একটি পতিত জমিতে গিয়ে কিশোরের জন্য অপেক্ষা করছিলেন। রাত পৌনে ১০টার দিকে কিশোর মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গিয়ে পিস্তল দিয়ে অতর্কিতে এলোপাতাড়ি গুলি করেন। তবে মহিম গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান। নিহত হন তার বন্ধু শহিদ। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।”

খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ গিয়ে পেটে গুলিবিদ্ধ মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পর থেকে এএসআই কিশোর পলাতক রয়েছেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার শামসুন্নাহার।

পুলিশ সুপার বলেন, শুক্রবার সকালে তার বিরেুদ্ধে মামলা হয়েছে। নিহত শহিদের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেছেন। ঘটনার পর থেকে মহিমকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

এ বিষয়ে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, “কিশোরের বিরুদ্ধে যে তথ্য পাওয়া গেছে তাতে এটা ছিল পরিকল্পিত খুন। ঠাণ্ডা মাথায় শহিদকে খুন করা হয়েছে। তাকে বরখাস্ত করে নতুন গানম্যান দেওয়ার জন্য বলা হয়েছে। তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

“যে মানুষ খুন করেছে তাকে অন্যভাবে দেখব না। তাকে এখন হত্যাকারী হিসেবেই দেখব।”

নিহত মো. শহিদ (৩০) কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ মহিম উদ্দিন (৩২) একই এলাকার আব্দুল মালেকের ছেলে। 

মন্ত্রীর গানম্যান এএসআই কিশোর কুমার (৩৫) কালিয়াকৈরের কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে। কিশোর ও হতাহতরা বন্ধু বলে পুলিশ জানিয়েছে।