৩৩৩: নাটোরের সেই চেয়ারম্যান কারাগারে

ত্রাণ চেয়ে ৩৩৩ হটলাইন নম্বরে ফোন দেওয়া কৃষককে ‘মারধর’ করার মামলায় নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 08:25 AM
Updated : 17 April 2020, 08:39 AM

নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, শুক্রবার দুপুরে আব্দুস সাত্তারকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।  

গত ১০ এপ্রিল লালপুরের অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের আঙ্গারীপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম ৩৩৩ হটলাইল নম্বরে ফোন করে ত্রাণের আবেদন করেন। পরে ১২ এপ্রিল আব্দুস সাত্তার শহিদুলকে বাড়ি থেকে নিজ কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে মারধর করেন বলে ওই কৃষক মামলায় অভিযোগ করেন।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “ত্রাণ নিয়ে যে কেউ কোনো ধরণের অনিয়ম করলে বা ত্রাণ গ্রহিতাদের বিভ্রান্ত করলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। চেয়ারম্যান আব্দুস সাত্তার ত্রাণ চাওয়ার অপরাধে কৃষক শহিদুল ইসলামকে মারধর করে ‘চরম নিষ্ঠুরতা’ দেখিয়েছেন।”