সিরাজগঞ্জে ৪৫ বস্তা চাল উদ্ধার, আটক আরও ২

সিরাজগঞ্জ সদরে ৪৫ বস্তা সরকারি চালসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2020, 11:31 PM
Updated : 16 April 2020, 11:31 PM

বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বাগবাটি ও খোকসাবাড়ি ইউনিয়নের তিনটি পয়েন্টে পুলিশ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে এ অভিযান চালায়।

এরআগে এদিন দুপুরে বাগবাটি ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য আল আমিন চৌধুরী ওরফে পলাশকে ১৫ বস্তা চালসহ আটক করে পুলিশ।

রাতে আটকরা হলেন-খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের হাসিনুরের ছেলে রাজু (৩২) ও একই গ্রামের আকবর আলী (৫০)।

সদর থানার এসআই এস এম মাহমুদ জুয়েল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাগবাটি ইউনিয়নের নান্দিনা গ্রামে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আছিয়া খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়।

“টের পেয়ে ইউপি সদস্য আছিয়া বেগম পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ১৬ বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছিলেন।

অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের হাসিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় তার ছেলে রাজুকে (৩২) আটক করা হয়।

“এরপর একই গ্রামের আকবর আলীর (৫০) বাড়িতে অভিযান চালিয়ে ১১ বস্তা সরকারি চালসহ তাকে আটক করা হয়।”

সহকারী কমিশনার বলেন, আটকরা তাকে জানিয়েছেন রফিকুল ইসলাম নামে এক চাল ব্যবসায়ী তাদের বাড়িতে এসব চাল রেখে গিয়েছিলেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি হচ্ছিল বলে জানিয়েছেন তিনি।