আক্রান্ত পুলিশ সদস্য, আদমদিঘী উপজেলা অবরুদ্ধ

এক পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বগুড়ার আদমদিঘী উপজেলা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2020, 10:31 PM
Updated : 16 April 2020, 10:31 PM

বৃহ্স্পতিবার রাত ১২টার পর এ লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

আদমদিঘী উপজেলার নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ জানান, গত ১০ এপ্রিল ঢাকা থেকে আদমদিঘী উপজেলার নশরতপুরের বাড়িতে আসেন ঢাকায় কর্মরত এক পুলিশ সদস্য।

তার জ্বর, শর্দী ও কাশি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। পরে ১৩ এপ্রিল তার নমুনা রাজশাহী পাঠানো হয়। তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

“এ কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে-উপজেলাকে রাত ১২টার পর লকডাউন করা হবে।”

তবে রাতে বগুড়া সিভিল সার্জন অফিসের করোনা কন্ট্রোল রুমে যোগাযোগ করলে কেউ নিশ্চিত করতে পারেননি। রাত ৯টায় কয়েক বার ফোন করলেও সিভিল সার্জন তা ধরেন নি।