প্রথম দু’জন শনাক্তে জয়পুরহাট অবরুদ্ধ

জয়পুরহাটের দুইজনের করোনাভাইরাস পরীক্ষায় শনাক্ত হওয়ার পর জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2020, 09:24 PM
Updated : 17 April 2020, 00:11 AM

বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে এ রিপোর্ট পাঠানো হয় বলেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।

রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে জয়পুরহাটের ২৩ জনের নমুনা পরীক্ষায় দুইজনের  করোনাভাইরাস শনাক্ত হয়।

শনাক্ত দুইজনের বাড়ি কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের বাসিন্দা। তারা নারায়ণগঞ্জে রিকশা চালান।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টা থেকে জেলায় লকডাউন কার্যকর করে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। 

জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, নারায়ণগঞ্জ থেকে দুই রিকশা চালক বাড়ি ফেরার পর  তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাজশাহী থেকে পাঠানো রিপোর্টে তাদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার কথা জানা গেছে।