নরসিংদীতে নতুন শনাক্ত ১৮জন

নরসিংদীতে নতুন ১৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2020, 01:38 PM
Updated : 16 April 2020, 01:59 PM

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য বিভাগ থেকে জানায়, ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

নরসিংদী জেলা করোনাভাইরাস প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস ও জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন জানিয়েছেন, এ ১৮ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১৩ এবং রায়পুরা উপজেলার পাঁচজন রয়েছেন।

“এ নিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী রয়েছের ৬১ জন।”

নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সী সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস বলেন, “৫৪ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ১৮ জন আক্রান্ত পাওয়ায় যায়।

এ নিয়ে নরসিংদী জেলায় চিকিৎসক ও সংবাদকর্মীসহ ৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের মধ্যে একজন সুস্থ্য হয়েছেন।