পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ ৫

পাবনার বেড়া পৌর এলাকায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2020, 01:15 PM
Updated : 16 April 2020, 01:15 PM

বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার শেখপাড়া মহল্লার এক বাসায় এ বিস্ফোরণে দগ্ধদের

আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার আবু শেখ (৭০), তার দুই ছেলে কালাম শেখ (৪৫) ও কালু শেখ (৪০), প্রতিবেশী আলহাজ শেখ (৩০) এবং গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৩৫)।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরদার মিলন মাহমুদ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।

“তবে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে। এ জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে সরকারি অ্যাম্বুলেন্সে তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।”

এছাড়া বাকি কয়েকজনকে  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনাকবলিত বাড়ির লোকজন জানান, শেখপাড়া মহল্লার আবু শেখের বাড়িতে সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ায় বেলা সাড়ে ১২টার দিকে গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে ওই বাড়িতে যান। জাহাঙ্গীর আলম নিজেই শেষ হয়ে যাওয়া সিল্ডিারটি পাল্টিয়ে ভরা সিলিন্ডার লাগাতে গেলে তাতে আগুন ধরে যায়।

এ সময় বাড়ির লোকজন আগুন নেভাতে গেলে ‘সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে সেখানে থাকা পাঁচজন দগ্ধ হন।’

তাদের প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

বিস্ফোরণের সংবাদ পেয়ে বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

আগুন নেভাতে যাওয়া বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মহিদুল ইসলাম বলেন, “গ্যাসভর্তি সিলিন্ডারটি লাগানোর সময় দুর্ঘটনাবশত সেখানে আগুন লেগে যায়।

“আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাই।”

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তারা জেনেছেন বলে জানান তিনি।