সঞ্চালন লাইনে গাছ পড়ে রাঙামাটির তিন উপজেলা বিদ্যুৎহীন

রাঙামাটির কাপ্তাই বিদ্যুৎ সঞ্চালন লাইলে ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন উপজেলায় বিদ্যৎ সরবরাহ বন্ধ রয়েছে।  

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2020, 09:03 AM
Updated : 16 April 2020, 09:03 AM

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় বারঘোনিয়া ফরেস্ট এলাকায় বৃহস্পতিবার ভোর ৫টায় এ ঘটনার পর বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় বিদ্যৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হাসেম বলেন, “বৃহস্পতিবার সকালে হঠাৎ ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর গাছ উপড়ে পডে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীদের কাজ করতে দেখেছি।

“ওই এলাকায় আরও কয়েকটি গাছ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব গাছ উপড়ে পড়লে আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রাণহাণির ঘটনা ঘটতে পারে।”

কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী বলেন, “ভোর ৫টায় বন বিভাগের গাছ উপড়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর পড়লে বিলাইছড়ি, জুরাছড়ি এবং বরকল উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের কর্মীরা লাইন মেরামতের কাজ করছেন। আশা করছি বিকেল ৫টার মধ্যেই তিন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিতে পারব।”

কাপ্তাই সড়কের লাইনের উপর থাকা ঝূঁকিপূর্ণ গাছ কেটে ফেলতে বন বিভাগের কাছে অনুরোধ জানিয়ে এ প্রকৌশলী বলেন, “না হলে ভবিষ্যৎতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে বারঘোনিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত ফরেস্টার এস এম মাহাবুব আলম বলেন, “কাপ্তাই সড়কের ঝুঁকিপূর্ণ গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। আর কোনো গাছ যদি ঝূঁকিপূর্ণ থাকে সেটাও আমরা দেখব।”