সিরাজগঞ্জে সরকারি চাল উদ্ধার, ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে দুই হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2020, 08:40 PM
Updated : 15 April 2020, 08:40 PM

বুধবার রাতে চৌহালীত উপজেলার জোতপাড়া বাজারের একটি দোকান ও খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

প্রশাসন, খাদ্য বিভাগ ও পুলিশের যৌথ এ অভিযানে আবুবক্কর নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

চৌহালী থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য নিয়ন্ত্রণ অফিসারের নেতৃত্বে জোতপাড়া বাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে ১৫শ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় আবুবক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷

“তার দেওয়া তথ্যে খাস কাউলিয়া দক্ষিণপাড়া এলাকায় ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে আরও ৫০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।”

রফিকুল খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য। চাল উদ্ধারের সময় তাকে বাড়ি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, চাল উদ্ধারের ঘটনাটি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।