জামালপুরে শনাক্তদের ৬ জন স্বাস্থ্যকর্মী

জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত ১৫ জনের মধ্যে ছয়জনই স্বাস্থ্য বিভাগের কর্মী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2020, 06:56 PM
Updated : 15 April 2020, 06:58 PM

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এদের মধ্যে চার জন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুই জন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় এই দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শুধু জরুরি বিভাগ খোলা রেখে সীমিত আকারে কার্যক্রম চালানো হচ্ছে।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান জানান, করোনাভাইরাসে আক্রান্ত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার জন আর বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জনকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

শফিকুজ্জামান আরও জানান, হাসপাতাল দুটির আক্রান্ত এই ছয় জনকে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় কয়েকজন চিকিৎসক ও কর্মী ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ফলে চিকিৎসা কার্যক্রম সীমিত করা হয়েছে।

জেলায় মোট ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেন।