নেত্রকোণায় ত্রাণের চাল জব্দ

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ত্রাণের প্রায় এক টন চাল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2020, 06:32 PM
Updated : 15 April 2020, 06:32 PM

বুধবার জটিয়াবর ও জামকোনা গ্রাম থেকে ২৩ বস্তা এবং রাস্তায় পরিবহনের সময় আট বস্তা চাল উদ্ধার করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম জানান।

পূর্বধলা থানার এসআই কবির হোসেন জানান, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালিখা থেকে দুই ব্যক্তি দুইটি মোটরসাইকেলে করে চার বস্তা চাল নিয়ে পূর্বধলার দিকে যাচ্ছিলেন।

“পূর্বধলার হোগলা চৌরাস্তায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা মোটরসাইকেলসহ চাল ফেলে পালিয়ে যায়। পরে পূর্বধলা থানার পুলিশ গিয়ে ওই চার বস্তা চাল জব্দ করে।”

এসআই কবির আরও বলেন, এ সময় স্থানীয়দের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জটিয়াবর গ্রামের আতিক সরকারের চালকল থেকে আরও ১৫ বস্তার ও জামকোনা গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে ৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই জানান।

ইউএনও উম্মে কুলসুম বলেন, এ ব্যাপারে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।