নড়াইলে ত্রাণের চাল চুরি, দুই ইউপি সদস্যের সাজা

ত্রাণের চাল চুরির অভিযোগে নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের দুই ইউপি সদস্যকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2020, 06:29 PM
Updated : 15 April 2020, 06:29 PM

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা এ আদেশ দেন।  একই সঙ্গে এক ব্যবসায়ীকেও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

সাজাপ্রাপ্তরা হলেন-জয়নগর ইউনিয়নের সংরক্ষিত মেম্বার রনি বেগম (৩৪) ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মোশাররফ হোসেন (৫২) এবং নড়াগাতি বাজারের ব্যবসায়ী সুভাষ সাহা (৩৫)।

কালিয়া ইউএনও নাজমুল হুদা বলেন, “করোনাভাইরাসের সঙ্কটের সময় ইউপি মেম্বার মোশাররফ ও রনি বেগম ভিজিডির ত্রাণের সাত বস্তা চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে ব্যবসায়ী সুভাষ সাহার দোকানে রেখে বিক্রি করে টাকা আত্মসাত করছিলেন।

“এ খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ডাদেশ ও জরিমানা করেন। ”