দিনাজপুর জেলা অবরুদ্ধ ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশের আরও অনেক জেলার মতো দিনাজপুরর অবরুদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2020, 05:55 PM
Updated : 15 April 2020, 05:55 PM

বুধবার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মাহমুদুল আলম এই ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, এই ঘোষণার পর জেলা থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং বাইরের কোনো জেলা থেকে কেউ এখানে আসতে পারবে না।  

তবে জরুরি পরিসেবা ও অত্যাবশ্যকীয় কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না বলে তিনি জানান।

দিনাজপুরে আরেকজনের দেহে কোভিড-১৯ সংক্রমিত

জেলার পার্বতীপুরে গার্মেন্টস কর্মীর করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। 

এ নিয়ে দিনাজপুর জেলায় আট জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হলো।

দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার পার্বতীপুরে শনাক্ত ব্যক্তি একজন গার্মেন্টস কর্মী। এর আগে মঙ্গলবার সদরে তিন জন, নবাবগঞ্জে তিন জন এবং ফুলবাড়ী উপজেলায় একজনের দেহে এই সংক্রমণ শনাক্ত হয়। 

সিভিল সার্জন জানান, আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন এবং সুস্থ আছেন। অসুস্থ্য হয়ে পড়লে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আনা হবে।