সরকারি চাল: চার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সরকারি চাল বিতরণে অনিয়মের জন্য বরগুনার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুসহ চারজন ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2020, 05:33 PM
Updated : 15 April 2020, 05:33 PM

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরা হচ্ছেন, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু।

এছাড়া রয়েছেন, পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১নং আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম।

সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর চিঠির পাওয়ার কথা বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে সঙ্কট মোকাবেলায় জেলেদের জন্য সরকারের দেওয়া খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডির চাল বিতরণ না করে আত্মসাৎ করার কারণে গত ৪ এপ্রিল আলাউদ্দিন পল্টুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

‘তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় পাঠানো কারণ দর্শানো নোটিশে কেন চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্রপ্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

মাছের প্রজনন মৌসুমের জন্য নদীতে বছরের নির্দিষ্ট সময় মাছ ধরা নিষিদ্ধ। এ সময়

জাটকা ধরা থেকে জেলেদের বিরত রাখার জন্য জেলেদের সরকার খাদ্যশস্য দিয়ে থাকে।