মা, বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত ডা. মঈন

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন করোনাভাইরাস সংক্রমণে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক মইন উদ্দিন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2020, 04:55 PM
Updated : 15 April 2020, 09:03 PM

বুধবার রাত সোয়া ৮টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও এই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হলো।

স্থানীয়রা জানান, দাফনের আগে করোনাভাইরাস সুরক্ষা পোশাক পরে পাঁচজন নামাজে জানাজায় অংশ নেন। মইন উদ্দিনের চাচাত ভাই ইসরাইল হক জানাজা পড়ান।

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, বুধবার দুপুরে ঢাকা কুর্মিটোলা হাসপাতাল থেকে আঞ্জুমানে মফিদুল ইসলামের সহায়তায় পরিবারের লোকজন মইন উদ্দিনের মরদেহ নিয়ে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৭টায় তার গ্রামের বাড়িতে এসে মরদেহ পৌঁছে।

“জানাজা শেষে রাত সোয়া ৮টায় মা-বাবার কবরস্থানে পাশে তাকে সমাহিত করা হয়।”

এ সময় ছাতক থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল বলে তিনি জানান।