ভোলায় ব্যবসায়ীর ঘর থেকে ৩৮ বস্তা চাল উদ্ধার

ভোলায় এক মুদি ব্যবসায়ীর ঘর থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2020, 04:14 PM
Updated : 14 April 2020, 04:17 PM

মঙ্গলবার বেলা ১২টায় দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিজি বাড়ির মুদি ব্যবসায়ী জুয়েলের বসত ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়।

এসব চাল ১০ টাকা মূল্যের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দৌলতখান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসিসহ তিনি অভিযান চালিয়ে সরকারি ৩৮ বস্তা চালসহ ব্যবসায়ী জুয়েল ও তার ভাই কচিকে আটক করেন।

দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, আটক কৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে আরো সরকারি চাল উদ্ধার করা হয় এ জেলায়।