জামালপুরে ত্রাণের দাবিতে কর্মহীন মানুষের মানববন্ধন

ত্রাণের দাবিতে জামালপুর পৌরসভার একটি ওয়ার্ডের অন্তত দুইশ কর্মহীন মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2020, 04:05 PM
Updated : 13 April 2020, 04:05 PM

সোমবার ১০ নম্বর ওয়ার্ডের রশিদপুর, মাইনপুর ও কাজির আখ গ্রামের মানুষ রশীদপুর বাজারে মানববন্ধনে অংশ নেন।


রোববার ত্রাণবাহী একটি ট্রাক জামালপুর পৌরসভার মুকুন্দবাড়ি এলাকায় আটকে ত্রাণের ৪০০ প্যাকেট চাল ও আলু লুট করে জনতা।

বিশ্বব্যাপী করোনভাইরাসের মহামারীর মধ্যে দেশের মানুষকে ঘরে থাকতে বলেছে সরকার। এ অবস্থায় কর্মহীন মানুষকে সহায়তার প্রতিশ্রুতিও দেয় সরকার।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাইনপুর গ্রামের আনিসুর রহমান, রশিদপুর গ্রামের আব্দুল হামিদ ও সাখাওয়াত হোসেন সেলিম।  

তাদের অভিযোগ, সরকারের নির্দেশনা মেনে তারা ঘরে অবস্থান করছেন। খাবার ফুরিয়ে যাওয়ায় তারা এখন মানবেতর জীবনযাপন করছেন।

খবর পেয়ে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও জামালপুর পৌর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে দুইদিনের মধ্যে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বলেন, মেয়রের নির্দেশ মোতাবেক তিনি ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে কর্মহীন মানুষের তালিকা তৈরির কাজ শুরু করেছেন।