নরসিংদীতে সাংবাদিক ও চিকিৎসকসহ ২০ জন আক্রান্ত

নরসিংদীতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিক, চিকিৎসক ও সিভিল সার্জন অফিসের কর্মচারীসহ ২০ জন শনাক্ত হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2020, 12:16 PM
Updated : 13 April 2020, 01:24 PM

নভেল করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এ জেলার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে এক সাংবাদিক, এক চিকিৎসক ও সিভিল সার্জন অফিসের সাত কর্মচারীসহ ১৬ জন আক্রান্ত বলে ধরা পড়েন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো ইমরুল কায়েস জানান, এ নিয়ে সোমবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জন।

এদিকে, নরসিংদী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন করোনাভাইরাস রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নরসিংদী জেলা হাসপাতালকে কোভিড- ১৯ হাসপাতাল ঘোষণা করেছেন।

তিনি জানান, জেলা হাসপাতালের চিকিৎসা সেবা এখন নরসিংদী সদর হাসপাতালে চলবে।

একশ শয্যার এ হাসপাতালে ৮০ জন কোভিড-১৯ আক্রান্তকে চিকিৎসা সেবা দেওয়া যাবে।

অপরদিকে, জেলা হাসপাতালকে কোভিড- ১৯ হাসপাতাল ঘোষণা করায় জেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

হাসপাতালটিতে দক্ষ জনশক্তি, ভেন্টিলেশন, সিসিও এবং এন-৯৫ মাস্ক নেই। এ অবস্থায় হাসপাতালের সাধারণ চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে কোভিড- ১৯ হাসপাতাল ঘোষণা চিকিৎসা সেবার পরিপন্থি বলে মনে করছেন অনেকে।

নরসিংদী লকডাউনের পঞ্চম দিনে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী জেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে।