‘নারায়ণগঞ্জ থেকে লোক আসছে, অবরুদ্ধ’ সিরাজগঞ্জের ৩ ইউনিয়ন

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে লোকজনের আসা ঠেকাতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তিন ইউনিয়নকে অবরুদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2020, 10:11 AM
Updated : 13 April 2020, 10:11 AM

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। ঢাকা ও নারায়ণগঞ্জসহ অনেক জেলা থেকে বের হওয়া এবং ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। নারায়ণগঞ্জ ও ঢাকায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়ায় এসব জেলার মানুষের সংস্পর্শ এড়াতে বিশেষ তৎপরতা চলছে দেশজুড়ে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ বলেন, “ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বিপুলসংখ্যক পোশাক শ্রমিক ও অন্যান্য পেশার মানুষ সড়ক ও নৌপথে চৌহালীতে আসছেন। এতে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বাড়ছে। ঝুঁকি মোকাবিলায় উপজেলার খাষপুকুরিয়া, বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়ন অবরুদ্ধ করার সিদ্বান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।”

রোববার বিকেলে তিনি এ ঘোষনা  দেন। করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।