দিনাজপুরে সরকারি চাল পাচারের দায়ে ডিলারের ম্যানেজারের দণ্ড

দিনাজপুরের বিরামপুরে ছয় বস্তা সরকারি চাল পাচারের সময় ডিলারের ম্যানেজারকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।     

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2020, 10:01 AM
Updated : 13 April 2020, 10:01 AM

আটক সুলতান মাহমুদ উপজেলার দিওর ইউনিয়নের ডিলার মোতাহার হোসেনের ম্যানেজার।

এ ঘটনায় মোতাহারের ডিলারশিপ বাতিল করেছে করেছে খাদ্য বিভাগ।

বিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদ্যবান্ধব কর্মসূটির আওতায় ইউনিয়নে বিতরণের জন্য বরাদ্দ চালের মধ্যে ছয় বস্তা চাল অন্যত্র পাচারকালে এলাকাবাসী আটক করে।

খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সুলতানকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে এ সময় ডিলার মোতাহার এবং ওই চাল ক্রেতা মতিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।

উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ডিলার মোতাহারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে থানায় মামলা করা হবে।