সিলেটে চিকিৎসাধীন নারীর করোনাভাইরাস শনাক্ত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2020, 08:40 AM
Updated : 13 April 2020, 08:40 AM

সোমবার হাসপাতালের উপ- পরিচালক হিমাংশু লাল রায় জানান, নমুনা পরীক্ষার পর তার করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার বেড়িগাও এলাকায়।

হিমাংশু লাল জানান, গত বুধবার অন্তঃসত্ত্বা এই নারী সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তার সর্দি-জ্বর ও কাশি ছিল।

“করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর আজ কোভিড-১৯ ফলাফল পজেটিভ এসেছে।”

হিমাংশু লাল রায় আরও জানান, আক্রান্ত ওই নারীর সংস্পর্শে আসা সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক-নার্স, তাকে সিলেটে নিয়ে আসা গাড়ির চালক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্সসহ সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।